ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০২
আমার দেশ সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান বলেছেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। ফ্যাসিস্ট হাসিনার দালালদের নিয়ে উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় আধিপত্যবাদীদের খুশি করতে চায়, এ দেশের ছাত্র-জনতা ও জনগণ কোনো আধিপত্যবাদী শক্তির রাষ্ট্র পরিচালনা চায় না। সব আলেম-ওলামাদের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে তিনি, ২০১৩ সালের শাপলা গণহত্যার বিচারের দাবি জানান। গতকাল রাজধানীর কাওরানবাজারস্থ আমার দেশ পত্রিকা কার্যালয়ে ইসলামী ছাত্র সমাজের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ও ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াস আতহারী, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ বেলাল হোসাইন, মহাসচিব এইচ এম বরকতউল্লাহ ও সহকারী মহাসচিব তানজিল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা