১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে দুই’শ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল

-

গাজীপুরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে দুটি কারখানর চাকরিচ্যুত দুই’শ পোশাক শ্রমিক আবারো কাজে যোগ দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ গতকাল তাদের চাকরিতে পুনর্বহাল করে। কারখানা দুটি হচ্ছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড।
জানা গেছে, কারখানায় বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে গত ৯ নভেম্বর এম এম নীটওয়্যার লিমিটেড এবং মামুন নীটওয়্যার লিমিটেড ১১৩ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করে চাকরিচ্যুত করে। নিয়মিত শ্রমিকরা দুদিন শান্তিপূর্ণভাবে কাজ করার পর গত সোমবার থেকে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের জন্য কর্মবিরতি পালন করে। তাদের বিক্ষোভ ও আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় আরো ৭৭ জনকে চাকরিচ্যুত করে। এতে আন্দোলনরত শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে বুধবার (১৩ নভেম্বর) সকালে ক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের এক সদস্য ও কারখানার নিরাপত্তা ইনচার্জসহ বেশ কয়েকজনকে মারধর করে। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরো সংবাদ



premium cement