১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
শ্রমিক আন্দোলনে ইন্ধন

টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেফতার

-

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ইন্ধন দেয়ার অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক মো: আব্দুল হালিমকে (৪৮) গ্রেফতার করে গতকাল আদালতে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ। টানা তিন দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এ পরিচালকের বিরুদ্ধে। গ্রেফতার হওয়া আব্দুল হালিম চট্টগ্রামের হালিশহর এলাকার মরহুম আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনভাতা পরিাশোধের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করেন। এর জেরে ওই গ্রুপের পাঁচটিসহ আশপাশের অন্তত ৪৫টি কারখানা বন্ধ হয়ে যায়। পরে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের কারখানাগুলো এখনো বন্ধ রয়েছে।


আরো সংবাদ



premium cement