ইসলামে আঘাত এলে কাউকে ছাড় দেয়া হবে না : মাওলানা মামুনুল হক
- নরসিংদী প্রতিনিধি
- ১৩ নভেম্বর ২০২৪, ০২:৫৯
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের মধ্যে ইসলাম এসেছে। যত জুলুম নির্যাতন আসুক দ্বীনের দাওয়াত কেউ থামাতে পারবে না। কোনো দলের সাথে আমাদের বিরোধ নেই তবে ইসলামের বিরুদ্ধে কোনো রকম বাধা এলে আমরা ছেড়ে দেবো না।
তিনি গত সোমবার গভীর রাতে নরসিংদী শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কুরআনিয়া মেরাজুল বৌয়াকুড় নরসিংদীর ফারেগিন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহা সম্মেলনে এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন তালিমি বোর্ড বাংলাদেশের মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বিপী। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
বয়ান করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মোশাররফ হোসাইন, স্বাগত বক্তব্য রাখেন জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম বৌয়াকুড়ের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা ইসমাইল নুরপুরী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা