অন্তর্বর্তী সরকার আন্দোলনের প্রথম ধাপ : মঈন খান
- নিজস্ব প্রতিবেদক
- ১২ নভেম্বর ২০২৪, ০১:১৭
আন্দোলন এখনো শেষ হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, এ আন্দোলনের প্রথম ধাপ অন্তর্বর্তী সরকারের শপথ। আর দ্বিতীয় ধাপ একটি সুষ্ঠু নির্বাচন, যা এখনো আমরা অর্জন করতে পারিনি। বিএনপি বিশ্বাস করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেটি সম্পন্ন হলে সত্যিকার জনগণের নির্বাচনে প্রতিনিধি দল যখন দেশের দায়িত্ব নিবে, তখন আমাদের আন্দোলনের সফলতা পাবো।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)।
মঈন খান, গত ৫ আগস্টের পর জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। স্বাধীনভানে কথা বলতে পারছে। এখন অন্তর্বর্তী সরকারকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
এ সময় হাসপাতালের আহত রোগীদের খোঁজখবর নেন এবং ৫১ জন আহত রোগীকে আর্থিক সহায়তা দেন মঈন খান। এ সময় বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসা সেবার এসময় আরো বাড়ানোর আহ্বান জানান তিনি।
আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ, মহাসচিব ডা: মো: আব্দুস সালাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা