ছাত্রলীগের ৫৫ নেতাকর্মী কারাগারে
- নিজস্ব প্রতিবেদক
- ১২ নভেম্বর ২০২৪, ০১:১৭
রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে পল্টন ও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। এর মধ্যে পল্টন থানার ৪২ জন ও শাহবাগ থানার ১৩ জন। গতকাল সোমবার পল্টন থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ও শাহবাগ থানার মামলায় শরীফুর রহমান এ আদেশ দেন।
রোববার দুপুরে রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় পল্টন ও শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে।
পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর পল্টন মোড় এলাকায় দু’শ থেকে তিন শ’ নেতাকর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেয়। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘœ হয়েছে। পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘিœত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা