১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গুলিস্তানে আওয়ামী কর্মী ও সমর্থকদরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা

-

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করছে বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতা। গতকাল রোববার দুপুর ১টা পর্যন্ত অন্তত ১০ জনকে মারধর করে বিএনপি, যুবদল ও ছাত্র-জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
পল্টন থানার ওসি কাজী নাছিরুল আমিন বলেন, কিছু লোক আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল। ছাত্র-জনতা তাদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
এর আগে গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও গুলিস্তান এলাকা থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েক সমর্থককে গণপিটুনি দেয়া খবর পাওয়া যায়। পরে তাদের পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি কাজী নাছিরুল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ সমর্থক সন্দেহে কয়েক জনকে মারধরের পর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাতে সাতজন ও গতকাল রবিবার দুপুর পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করে থানায় দেওয়া হয়েছে।
এদিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে গতকাল রবিবার সকাল থেকেই গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অপর দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নেয় বিএনপি-যুবদল-মহিলা দলসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। গুলিস্তান জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি জিরো পয়েন্টে জলকামান এবং গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয় এলাকায় একটি জলকামান ও রায়ট কার দেখা গেছে। গাড়ি নিয়ে পুরো এলাকা টহল দিতে দেখা গেছে বিজিবি সদস্যদের।


আরো সংবাদ



premium cement