১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
অধীনস্থদের ব্যবস্থা নিতে প্রধান প্রকৌশলীর অনুরোধ

মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ সচিবের

-

সারা দেশের সড়ক-মহাসড়ক নিরাপদ, যানজটমুক্ত ও গতিশীল যান চলাচল নিশ্চিতের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কিছু নির্দেশনা দিয়েছেন। তার এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো বাস্তবায়ন করার জন্য সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ তার নিয়ন্ত্রণাধীন সব দফতরকে অনুরোধ জানিয়েছেন।
গত ৬ নভেম্বর সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) সৈয়দ মঈনুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় পরিদর্শনে যান। এসময় তিনি জাতীয় এবং মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার বিভিন্ন ব্যবস্থাপনাগত ত্রুটি দেখতে পান। সড়ক ও মহাসড়ক নির্বিঘœ ও নিরাপদে গাড়ি চলাচল নিশ্চিত রাখতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেশ কিছু ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিয়েছেন।
এর মধ্যে প্রতিটি থানার রোস্টার ডিউটির মাধ্যমে সার্বক্ষণিক ছয়জন পুলিশ ও আনসার নিয়োগের ব্যবস্থা গ্রহণ, অপরিকল্পিত ও অবৈধ বাণিজ্যিক/ আবাসিক স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো, হাটবাজার অপসারণ করে জনসাধারণের সুবিধার্থে আলাদা স্থানে হাটবাজার বসানোর ব্যবস্থা করা, অযান্ত্রিক ও ধীরগতির গাড়ি চলাচল বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, রাতে প্রতিটি যানবাহনে প্রয়োজনীয় সংখ্যক সতর্কতামূলক ট্রাফিক ইনডিকেটর রয়েছে কি-না তা নিশ্চিত করা এবং গাড়িতে নিষিদ্ধ লাইট লাগানো থাকলে সেগুলো অপসারণ করা ছাড়াও সড়ক মহাসড়কে প্রয়োজনীয় ট্রাফিক সাইন, সাইন পোস্ট, সড়ক মার্কিং, সড়ক বাতি, সড়ক নিরাপত্তা বেষ্টনী স্থাপন নিশ্চিত করার জন্য প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়।

 


আরো সংবাদ



premium cement