১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তথ্য কমিশন পুনর্গঠন

-

বাংলাদেশ তথ্য কমিশন পুনর্গঠন করেছে সরকার। গতকাল তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিন সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কমিশনের সভাপতি হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হক।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং দৈনিক নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর সদস্য নিযুক্ত হয়েছেন।
উপসচিব মো: ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, তথ্য অধিকার আইন-২০০৯ এর ধারা ১২ (১), ১৪(৪), ১৫(৩) ও ১৫(৫) অনুযায়ী তথ্য কমিশনের ‘প্রধান তথ্য কমিশনার’ ও ‘তথ্য কমিশনার’ নিয়োগের নিমিত্তে সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে ২ (দুই) জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন। এ কমিটি পুনর্গঠনের পরিপ্রেক্ষিতে ইতঃপূর্বে গঠিত কমিটি এতদ্বারা বাতিল বলে গণ্য হবে।


আরো সংবাদ



premium cement