১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

-


অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদ ও আওয়ামী লীগসহ তার সব অঙ্গসংগঠনের চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে প্রতিবাদী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
গতকাল পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মিছিলটি শুরু হয়। এরপর সেটি ঢাবির দোয়েল চত্বর, রাজু ভাস্কর্য, কেন্দ্রীয় মসজিদ, মধুর ক্যান্টিন, ক্যাম্পাস ঘুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে সংগঠনটি।

বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও; জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো; ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেবো না; মুগ্ধের রক্ত বৃথা যেতে দেবো না, ছাত্রলীগের গুণ্ডারা, হুঁশিয়ার সাবধান; আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই; আমার ভাই কবরে-খুনি কেন ভারতেসহ বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিতে থাকেন তারা।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শিক্ষার পরিবেশ বিবেচনায় নিয়ে রাজনীতি করি আমরা। ছাত্রদল মেধা, মনন ও সৃজনশীলতাকে ধারণ করে সামনের রাজনীতির গতিপথ নির্ধারণ করে। আমরা সবসময় নিজস্ব শক্তিতে বলীয়ান। ছাত্রদল সবসময় নিজেই ডিসিশন নেয় এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ বিবেচনায় নিয়ে তাদের কর্মপরিকল্পনা, কর্মসূচি নির্ধারণ করে রাজনীতির কার্যক্রম পরিচালনা করে। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করবে। শিক্ষার্থীদের কোনো বিরক্তি হয়, পড়াশোনায় ব্যাঘাত ঘটে, চাল-চলনে আঘাতপ্রাপ্ত হয়, এমন কোনো রাজনীতি ছাত্রদল অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঢাবির হলগুলোতে ফ্যাসিবাদের দোসররা ছাত্রদলের ইমেজকে সঙ্কটে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। সে ফাঁদে আপনারা চাল-চলন ও আচার-আচরণ অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের সুযোগ দেয়া যাবে না।
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আজকের সারা দেশে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে, গুপ্ত হামলা করছে। গণতন্ত্রকামী মানুষের ওপর বিভিন্ন চোরাগোপ্ত হামলা করে আহত করছে।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় শনাক্ত কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭ আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের দাবি আহত স্বাধীনের চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে

সকল