ঢাবিতে আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণে ছয় প্রস্তাবনা
- ঢাবি প্রতিনিধি
- ১০ নভেম্বর ২০২৪, ০২:৫২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে আশু প্রয়োজনীয়তা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধূমপানের নির্দিষ্ট স্থান বিলুপ্তি, তামাক পণ্যের প্রদর্শন ও কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ, তামাক পণ্যের খুচরা ও খোলা বিক্রয় বন্ধ এবং সচিত্র স্বাস্থ্য সতর্ক বার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করাসহ ছয়টি প্রস্তাব তুলে ধরা হয়।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী সভাকক্ষে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়রের কারিগরি সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে আলোচনা সভায় এসব প্রস্তাবনা করা হয়।
উপস্থাপনায় সংগঠনের উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান বলেন, ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ (অ্যাজমা বা হাঁপানি), ডায়াবেটিস, বার্জাজ ডিজিজসহ (পায়ের পচন রোগ) বিভিন্ন অসংক্রামক রোগ হয়ে থাকে। ধূমপায়ী বা তামাক সেবনকারীদের মুখের ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ বৃদ্ধি পায়। তামাকের ধোঁয়ায় ৭০০০-এর বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানবদেহে প্রায় ৭০টি ক্যান্সার সৃষ্টি করে।
সভায় উপস্থাপিত মূল প্রবন্ধের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণের জন্য ডব্লিউএইচও ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল-এফসিটিসির সাথে সামঞ্জস্য রেখে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত খসড়ার সংশোধনীতে ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। সেগুলো হলো : ১) অধূমপায়ীদের সুরক্ষার জন্য সকল প্রকার পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, ২) তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয়কেন্দ্রে তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা, ৩) তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা, ৪) ই-সিগারেট বা ইমার্জিং হিটেড টোব্যাকো প্রোডাক্ট আমদানি, উৎপাদনব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা, ৫) তামাক পণ্যের সকল প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা, ৬) সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহির সঞ্চালনায় সিটিএফকে, বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, ডরপের উপদেষ্টা আজহার আলী তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও সমন্বয়ক আব্দুল কাদের বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা