বংশালে সিরাজ চেয়ারম্যান গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:১৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ও রাজধানীর বংশাল এলাকায় আন্দোলনরত ছাত্র হত্যা মামলার প্রধান আসামি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর একটি টিম তাকে গ্রেফতার করে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একজন ছাত্রকে হত্যার অভিযোগে ভুক্তভোগীদের পরিবার বংশাল থানায় বাদামতলীর ফল ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যানসহ শতাধিক আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত সিরাজ চেয়ারম্যান আন্দোলন দমনে সন্ত্রাসীদের অর্থের জোগানদাতা বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এএসপি তাপস কর্মকার বলেন, গত বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বংশাল থানার সিদ্দিক মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ উল্লিখিত ঘটনার সাথে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন। এ ছাড়াও রাজধানীর বংশাল এবং সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা