দ্রব্যমূল্য বৃদ্ধিরোধসহ ৪ দফা দাবিতে এনডিবির তরকারি মিছিল
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:১৮
নতুনধারা বাংলাদেশ এনডিবির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে সুপরিকল্পিত পদক্ষেপসহ চার দফা দাবিতে তরকারি প্রতীকী মিছিল ও সমাবেশ গতকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, শাহনাজ সাথী, মনোয়ারা বেগম প্রমুখ।
এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এ সময় চার দফা দাবি উপস্থাপন করে বলেন, ৬৪ জেলায় ভোক্তা অধিকার রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করে ৬৪ টিমের মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, দেশের ৬৪ জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সরকারিভাবে ক্রয় করে আড়তদারদের মাধ্যমে খুচরা বাজারেও নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং সব বাজারে সুপারশপে দ্রব্যমূল্য তালিকা স্থাপন ও তদারকি করতে হবে।
এ সময় নেতারা আরো বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে সুপরিকল্পিত পদক্ষেপসহ চার দফা দাবিতে তরকারি মিছিল ও সমাবেশ থেকে হুঁশিয়ারি দিচ্ছি- যদি দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হন, তাহলে তার ফলাফল হবে অতীতের সরকারের মতো। পালানোর পথ তৈরি করতে না চাইলে দ্রব্যমূল্য কমাতে জরুরি পদক্ষেপ নিন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা