মালদ্বীপে বিপ্লব ও সংহতি দিবস পালিত
- মালদ্বীপ প্রতিনিধি
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:১৮
মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টের হলরুমে মালদ্বীপ বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন মালদ্বীপে বসবাসরত চক্ষুবিশেষজ্ঞ ডক্টর মুক্তার আলী লস্কর।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, শাহ আলম, এমরান হোসন তালুকদার, মো: ফারুক, কামাল হোসেন, আলমগীর মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান, দফতর সম্পাদক ওমর ফারুক অনিক, কোষাধ্যক্ষ আবদুল্লাহ কাদের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব নুর নবী মানিক, ব্যবসায়ী আবদুল কাদের শিকদার, সৈকত আলীসহ মালদ্বীপ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।
খলিলুর রহমান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরে সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ শাসনের দায়িত্ব দেয়া হয়। আজ আমরা স্বাধীনভাবে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারছি। জুলাই থেকে শুরু হওয়া গত ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে। এরা একের পর এক ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে দেশ এবং প্রবাসে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ডক্টর মুক্তার আলী ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনী বারবার দেশকে বিদেশী আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে। ৫ আগস্টও তার ব্যতিক্রম কিছু ঘটেনি! ছাত্র-জনতার অনেক তাজা প্রাণ ও রক্তের বিনিময় দেশকে গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে এবং সেই গুরুত্বপূর্ণ সময়েও বাংলাদেশের সামরিক বাহিনী ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর মুক্তিযুদ্ধে শহীদের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা