মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:৩৫
মানবাধিকবার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদসহ সব সদস্য পদত্যাগ করেছেন। গতকাল রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গতকাল সন্ধ্যায় কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান বলেন, ‘পুরো কমিশন গতকাল দুপুরে পদত্যাগের সিদ্ধান্ত নেয়। পরে পদত্যাগপত্র রাষ্ট্রপতি কাছে পাঠানো হয়।’
পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কারণটা আমার জানা নেই।’ বিডিনিউজ। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগপত্রে বলা হয়, ‘চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশে আজ আমি আমার পদত্যাগপত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬ (৪) ধারার বিধান অনুযায়ী আপনার কাছে দাখিল করলাম। অনুগ্রহপূর্বক এ পদত্যাগপত্র গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি।’
একইভাবে পদত্যাগ করেছেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা, সদস্য মো: আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, বিশ্বজিৎ চন্দ ও তানিয়া হক। ২০২২ সালের ডিসেম্বরে সাবেক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এই কমিশনকে নিয়োগ দেন।
গণ আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর সরকারের বিভিন্ন দফতরে পদত্যাগ আর ব্যাপক রদবদল ঘটে। নতুন সরকার গঠনের তিন মাস পর আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া মানবাধিকার কমিশনের এই সদস্যরাও একসাথে ইস্তফা দিলেন। এর আগে গত মঙ্গলবার প্রকাশিত জাতীয় মানবাধিকার কমিশনের মাসিক প্রতিবেদনে গত অক্টোবর মাসে গণপিটুনি, ধর্ষণসহ অন্যান্য অপরাধ বাড়ার চিত্র উঠে আসে। পূর্ব শত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে মামলা, রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা ও সহিংসতার চিত্রও তুলে ধরা হয়। এর দু’দিন পরই পদত্যাগ করলেন কমিশনের সব সদস্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা