২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন

-

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ৩ দিনব্যাপী ‘রিসেন্ট ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (আইআইসিএএসডি-২০২৪) বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কনফারেন্সের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: শওকত ওসমান। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মোহা: আবু তৈয়ব।
উদ্বোধনী বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘এই কনফারেন্সটি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিষয়ে টেকসই অনুশীলনকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। কনফারেন্সটির মাধ্যমে গবেষণার ক্ষেত্রে আমাদের যেসব চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো থেকে ধারণা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রয়োগে আপনারা অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং সম্পদ হ্রাসের মতো বিষয়গুলোর কার্যকর সমাধান বের করে বিশ্বের সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের অবকাঠামোগুলোর ক্ষেত্রে যে নতুন নতুন উদ্ভাবনসহ পরিবর্তন ঘটছে, সেগুলো কেবল কার্যকরী এবং মজবুত নয় বরং পরিবেশবান্ধব ও টেকসই হতে হবে।’
কনফারেন্সে কী নোট স্পিকার হিসেবে ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউওয়া তাকাহাসি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আইনুন নিশাত, ইউনিভার্সিটি অব টেকনোলজি ব্রুনাইয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মতিয়ার রহমান। অনুষ্ঠানে কো-চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আকরামুল আলম, অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, অধ্যাপক ড. মো: আব্দুস সালাম ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বায়েজিদ ইসমাইল চৌধুরী।


আরো সংবাদ



premium cement
ঢাকা-চট্টগ্রাম জ্বালানি তেল পাইপলাইন জানুয়ারিতে চালু হবে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবির সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার বৈপ্লবিক উপাদান : রাহাত ফতেহ আলী খান অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পি কে হালদার ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত মিয়ানমারের সাথে সীমান্ত নিরাপত্তার জন্য যা ভালো তাই করবে বাংলাদেশ : মুখপাত্র প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২৩ টাকা দরে কেনার নির্দেশ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সকল