ইসকনের কর্মকাণ্ড খতিয়ে দেখুন : মুসলিম লীগ
- ০৭ নভেম্বর ২০২৪, ০০:১৮
জুলাই-আগস্ট বিপ্লবের পর স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার পর থেকে বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠী বর্তমান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনাকৃত সঙ্ঘের (ইসকন) কর্মকাণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে মন্তব্য করেছেন মুসলিম লীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ মুসলিম লীগের সহসভাপতি খুলনার সাবেক মেয়র আলহাজ শেখ সিরাজুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ আরো বলেন ইসকন বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা নাকি রাজনৈতিক দল তা জাতির কাছে পরিষ্কার করতে হবে। ঢাকা ঘেরাও করতে চাওয়া জয় শ্রীরাম স্লোগানে উত্তেজনা ছড়ানো শুধুমাত্র ইসকন সদস্যদের ভূমিপুত্র দাবি করা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র কি না তা অবিলম্বে সরকারকে খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ।
গতকাল বাদ আসর খুলনার সাবেক মেয়র শেখ সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীর আলোচনায় সভাপতিত্ব করেন মুসলিম লীগ নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী। আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা