চট্টগ্রামে সাবেক ৩ মন্ত্রীসহ ২৬৫ জনের নামে মামলা
- চট্টগ্রাম ব্যুরো
- ০৬ নভেম্বর ২০২৪, ০১:১০
পতিত স্বৈরাচারী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৬৫ জনের নামে চট্টগ্রামে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ৫-৬ শ’ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার (৪ নভেম্বর) রাতে নগরীর সদরঘাট থানায় বাদি হয়ে এ মামলাটি করেছেন মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে এক ব্যবসায়ী।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক কুসিক মেয়র তাহসিন বাহার সূচনা, সাবেক এমপি আব্দুস ছালাম, ফজলে করিম চৌধুরী, মুজিবুর রহমান, মহিউদ্দিন বাচ্চু, আবু রেজা নদভী ও তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী, হেলাল আকবর চৌধুরী বাবরসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এজাহারে বাদি উল্লেখ করেন, গত ৪ আগস্ট বেলা ১১টা থেকে ৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলেন। সে সময় আসামিরা সিটি কলেজের সামনে থেকে ইসলামিয়া কলেজ মোড়সহ আশপাশের অলি-গলি থেকে তাদের হাতে থাকা বাঁশ ও কাঠের লাঠি, ইট-পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি গুলি করে। এ সময় আসামিদের হাতে থাকা, অস্ত্র, লাঠিসোটা, হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি বেধড়ক মারধর করা শুরু করে এবং গুলিবর্ষণ, ককটেল ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বিস্ফোরণ ঘটায়।
এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের মারধর করে অশ্লীল গালিগালজ করে এবং অসহায় অবস্থায় পেয়ে অশ্লীল ইঙ্গিত করে। উপস্থিত জনতার সামনে ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে হেনস্তা করে এবং গণধর্ষণের হুমকি দেয়। আসামিরা ঘটনাস্থলের আশপাশে থাকা দোকানদার-কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়া ছাত্র-জনতা ও সাধারণ জনমানুষের মনে ভীতি সঞ্চারের জন্য সড়কে থাকা বাস, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল, ভাঙচুর এবং তাতে আগুন দিয়ে আনুমানিক ১০ কোটি টাকার বেশি ক্ষতি করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমদ বলেন, সাবেক তিন মন্ত্রী, একাধিক এমপি ও সিটি মেয়রসহ ২৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা