২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেফতারের পর কারাগারে

-

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমনে করা একটি মামলায় তাকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহবাগ থানায় মামলা দায়ের করেন একজন ভুক্তভুগী নারী। ওই মামলায় গত সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 


আরো সংবাদ



premium cement