০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`
নবাব সলিমুল্লাহ একাডেমির সেমিনারে বক্তারা

চব্বিশের এই স্বাধীনতা বাংলাদেশকে হাজার বছর বাঁচিয়ে রাখবে

-

আজ জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে নবাব সলিমুল্লাহ একাডেমি কর্তৃক ‘বিপ্লব, বিপ্লবী সরকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আলোচকরা বলেন ‘১৯৪৭ সালে ব্রিটিশদের বিদায় ও ভারত বিভক্তির ফলে আমরা যে ভৌগোলিক স্বাধীনতা লাভ করেছিলাম সেটিই ছিল আমাদের প্রথম স্বাধীনতা। পরবর্তীকালে ১৯৭১ সালে আমরা পরিপূর্ণ স্বাধীনতা তথা সার্বভৌমত্ব অর্জন করলেও সেটি ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা ছিনতাই হয়ে গিয়েছিল। বিধায় আমরা দিল্লির সেবাদাসে পরিণত হয়ে পড়ি। কিন্তু ২০২৪ সালে ছাত্র-জনতার এই মহান বিপ্লবের ফলে আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্তি পাই। ফলে সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ এই তিনটিই আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। কোনোটির থেকে কোনোটির প্রাসঙ্গিকতা কোনো অংশেই কম নয়।’
একাডেমির সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভর সঞ্চালনায় বক্তারা আরো বলেন ‘নবাব সলিমুল্লাহই হলেন প্রথম ব্যক্তি যিনি এই অঞ্চলের পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর সার্বিক বিকাশের লক্ষ্যে একটি মুসলিম আবাসভূমির প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন। মুসলিমদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিতকরণে নিজের জমির ওপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমিদান করেছিলেন। এ ছাড়াও তার জনহিতকর কার্যাবলির কথা তো ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে বিধায় তাকে আধুনিক ঢাকার জনকও বলা হয়ে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, নবাব সলিমুল্লাহর নামে ঢাকা নগরীতে একটি সড়কও নেই। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement