পিজিসিবিতে ৩২৫ জনকে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ
- অর্থনৈতিক প্রতিবেদক
- ০৪ নভেম্বর ২০২৪, ০২:০১
কোনো তদবির ছাড়াই স্বচ্ছতার ভিত্তিতে পিজিসিবিতে (পাওয়ার গ্রিড কোম্পানিজ অব বাংলাদেশ) ৩২৫ জনকে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হয়েছে। একই প্রক্রিয়ায় সহকারী প্রকৌশলী পদে ৭৭ জন ও সহকারী ব্যবস্থাপক পদে ১৩ জন নিয়োগ দেয়া হয়েছে।
পিজিসিবির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ১০ ডিসেম্বর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা পর্যায়ের ৪১৬টি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। পিজিসিবির ব্যবস্থাপনায় প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাই সম্পন্ন করা হয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা নেয়া হয়। মোট পদের তিন গুণ প্রার্থীর মৌখিক পরীক্ষা ও কম্পিউটার টেস্ট নেয়া হয়। লিখিত পরীক্ষার নম্বর ৭০, মৌখিক পরীক্ষার নম্বর ১০, কম্পিউটার টেস্ট ১০ এবং অ্যাকাডেমিক রেকর্ড ১০-এর ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হয়। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনের কারণে উপ-সহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষা গ্রহণ এক মাস বিলম্বিত হয়। তার পরেও যৌক্তিক সময়ের মধ্যে ৪১৫টি পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।