নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারে আইনজীবীদের নতুন প্রস্তাব
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ নভেম্বর ২০২৪, ০২:০৭
বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট শাহ্ মো: খসরুজ্জামান বলেছেন, নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারে সারা দেশের আইনজীবীদের পক্ষ হতে দেশে এক নতুন পদ্ধতি চালু করার প্রস্তাব দেয়া হবে। নতুন পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে সঙ্ঘাতবিহীন স্বল্প খরচে ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন এবং জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ সৃষ্টি হবে।
গতকাল শনিবার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সমগ্র বার অ্যাসোসিয়েশনগুলোর নির্দলীয় ফেডারেশন।
অপর এক বিবৃতিতে তিনি পুঁজিবাজারে ধস ঠেকাতে নতুন বিনিয়োগের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, শেয়ার বাজারের দীর্ঘকালীন সঙ্কট সমাধানে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বাড়াতে সরকারকে নজর দিতে হবে। বিনিয়োগকারীদের ট্যাক্স ফাইলে দেখানো অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ (মূলধন) পুঁজি বাজারে বিনিয়োগ করলে এর ওপর কর আরোপের জাতীয় রাজস্ব বোর্ডের বিধান চলতি অর্থবছরের জন্য প্রত্যাহার করতে হবে। বিনিয়োগকারীদের এ নতুন সুযোগ হলে ব্যবসায়ীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের বিরাট সাড়া পড়বে। ফলে বিদেশে পাচারকৃত অর্থ এবং দেশের অলস অর্থের বিনা কর আরোপে বিনিয়োগের সুযোগের কারণে শেয়ার বাজারের ধস ঠেকানো এবং মুদ্রা বাজারে অর্থের সরবরাহ বাড়লে অর্থনীতি চাঙা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা