০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ইসরাইলি বর্বর হামলায় গাজায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত

-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরো অন্তত ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশই উত্তরাঞ্চলের। সেখানে একটি হাসপাতালে ইসরাইলি হামলায় চিকিৎসা সরবরাহে আগুন লেগেছে। ব্যাহত হয়েছে অপারেশন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। রয়টার্স।
হামাস বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল বলে অভিযোগ করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তারা বলছে, সেখানে ‘ডজন ডজন সন্ত্রাসী’ লুকিয়ে আছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা ও হামাস। ক্যাম্পের আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার সেন্ট্রাল গাজার নুসিরাত ক্যাম্পের দুটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন প্যারামেডিক ও দুইজন স্থানীয় সাংবাদিক।
জানুয়ারিতে ইসরাইল উত্তর গাজার যে স্থানে হামাসের কমান্ড কাঠামো ভেঙে দেয়ার দাবি করেছিল, সে স্থানটি এখন সামরিক বাহিনীর আক্রমণের প্রধান কেন্দ্রবিন্দু। চলতি মাসের শুরুতে তারা জাবালিয়া, বেইত হানুন ও বেইত লাহিয়াতে ট্যাংক পাঠিয়ে যোদ্ধাদের নির্মূল করার নির্দেশ দিয়েছিল। সেসব স্থানে সশস্ত্র যোদ্ধারা আবারও সংগঠিত হয়েছে বলে দাবি করেছিল তারা। কামাল আদওয়ানের নার্সিং পরিচালক ইদ সাব্বাহ বেইত লাহিয়া থেকে রয়টার্সকে বলেছেন, হাসপাতালের তৃতীয় তলায় ইসরাইলি হামলার পর কিছু কর্মী সামান্য দগ্ধ হয়েছেন।
গত সপ্তাহে ইসরাইলি বাহিনী আক্রমণ করে সংক্ষিপ্তভাবে দখল করে নেয়া হাসপাতালে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরাইল বলেছে, তারা সেই অভিযানে প্রায় শতাধিক সন্দেহভাজন হামাস যোদ্ধাকে আটক করেছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ‘ইসরাইলি দখলদারিত্বের বর্বরতা থেকে হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের রক্ষার জন্য’ সব আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী হাসপাতাল এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি ও আশপাশে সন্ত্রাসী অবকাঠামো সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করছে।
বৃহস্পতিবারের হামলার পরে এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করে, অভিযান চলাকালে কয়েক ডজন সন্ত্রাসীকে হাসপাতালে লুকানো অবস্থায় পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন নিজেদেরকে হাসপাতালের কর্মী হিসেবেও পরিচয় দিয়েছিল।

আবারও নুসাইরাত আশ্রয়কেন্দ্রে ইসরাইলের হামলা, নিহত ১০
আবারও মধ্য গাজার নুসাইরাতে জাতিসঙ্ঘের পরিচালিত একটি স্কুলে শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলা চালিয়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এতে ক্লাসরুম থেকে বেডরুমে, ফিলিস্তিনি শিশুরা ধ্বংসস্তূপ এবং রক্তে মাখা গদির মধ্য দিয়ে ঘোরাঘুরি করছে। গতকাল শুক্রবার ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসঙ্ঘের তৈরি শরণার্থী শিবিরে এ হামলা চালানো হয়।
আলজাজিরার সংবাদকর্মী জানান, কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেয়া একটি স্কুলের প্রবেশপথকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই সংবাদকর্মী আরও জানান, এর আগেও আশ্রয়কেন্দ্রটি লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়। আজ ভোরে অঞ্চলটিতে লক্ষ্য করে আবার হামলা চালায় তারা। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ এক হাজার ২৭ জন।

 

 


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে : ডা: শফিকুর রহমান ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী জয়ী হলে স্বাস্থ্যসেবা আইন বাতিল করবেন ট্রাম্প : সতর্কতা কমলার কিলার বাদল ও কাইল্যা সুমনের ইশারায় চলে অপরাধ জগৎ আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব : নাহিদ বাজারে আসছে শীতকালীন সবজি, ফিরছে স্বস্তি দেশে রক্তনালীর রোগী আছে ৩ লাখ সার্জন মাত্র ৬০ জন শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীন কন্যা

সকল