মসজিদকে সমাজ উন্নয়নের কেন্দ্রে রূপান্তরিত করতে হবে : মসজিদ মিশন
- ০২ নভেম্বর ২০২৪, ০২:২৭
বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী বলেছেন, বাংলাদেশের পাঁচ লক্ষাধিক মসজিদকে আবাদ করতে পারলেই সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব। গতকাল বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী বিএম.এম মিলনায়তনে মহানগরী সভাপতি শিক্ষাবিদ প্রফেসর ড. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়ার সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সিনিয়র সহসভাপতি প্রফেসর ড. মো: আব্দুল হান্নান, সহসভাপতি প্রফেসর ড. মো: আব্দুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা ড. মাওলানা মো: কেরামত আলী, অধ্যক্ষ মো: সিদ্দিক হুসাইন, অধ্যক্ষ মো: শাহাদাত হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ১৯৭৩ সালে স্বাধীনতা উত্তর এক দ্বান্দ্বিক পরিবেশে যখন ইসলামের নামে প্রকাশ্যে কথা বলা যেত না, টুপিওয়ালা দাঁড়িওয়ালা ইসলামপন্থীদের প্রকাশ্যভাবে রাস্তাঘাটে হেনস্তা অপদস্ত করা হতো, সব ইসলামী সংস্থা ও দাওয়াতি মারকাজগুলো বন্ধ করে দেয়া হয় ঠিক তখনই বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী থেকে তার যাত্রা শুরু করে।