০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ভুয়া সংবাদ প্রচারের দায়ে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেফতার

-

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেফতার করছে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩১)। তিনি সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। গতকাল রাতে আরএমপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে রাজশাহী মহানগর পুলিশ জানায়, গত ২৯ আগস্ট কয়েকটি ফেইসবুক পেইজ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পড়ে। এতে করে সাধারণ জনগণসহ সারা দেশের ছাত্রদের মধ্যে ভীতি সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এ ছাড়া দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়।
বিষয়টি আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসলে তিনি সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাইয়ের নির্দেশনা দেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে দেখতে পায়, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এ সময়ের নয়। পুরোনো মিছিলে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং সেনবাগ থানা এলাকা থেকে ওই ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। বিষয়টি পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহপূর্বক আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সেনবাগ থানায় প্রেরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে একই থানার গাবতলী এলাকা সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল জানান, তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের একজন কর্মী। গত ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেইসবুক পেইজসহ আরো বিভিন্ন ফেইসবুক পেইজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণœ করার উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে সেনবাগ থানায় মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

 


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে : ডা: শফিকুর রহমান ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী জয়ী হলে স্বাস্থ্যসেবা আইন বাতিল করবেন ট্রাম্প : সতর্কতা কমলার কিলার বাদল ও কাইল্যা সুমনের ইশারায় চলে অপরাধ জগৎ আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব : নাহিদ বাজারে আসছে শীতকালীন সবজি, ফিরছে স্বস্তি দেশে রক্তনালীর রোগী আছে ৩ লাখ সার্জন মাত্র ৬০ জন শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীন কন্যা

সকল