ইসলামী রাষ্ট্র গঠিত হলে পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিষ্ঠিত হবে : খেলাফত আন্দোলন
- ০২ নভেম্বর ২০২৪, ০২:১৪
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আগমনের আগে কন্যাসন্তানদের জীবিত দাফন করা হতো। তাঁর আগমনের পরে তিনি এই জঘন্য প্রথা বন্ধ করে কন্যাশিশুদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করেছেন। রাসূলুল্লাহ সা: মানবাধিকার প্রতিষ্ঠার যে নমুনা পেশ করেছেন তা পৃথিবীর অন্য কোনো মতবাদ, রাষ্ট্র কিংবা ধর্ম তার নজির দেখাতে পারেনি। আধুনিককালে প্রচলিত অনেক সেøাগানের মাধ্যমে উল্টো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলাম। ইসলামী রাষ্ট্র গঠিত হলেই পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। এ জন্য সুন্নাহ মোতাবেক ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
গতকাল রাজধানীর লালবাগ কেল্লার মোড়ের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ‘সিরাতে নববীর আলোকে প্রচলিত মানবাধিকারের ধারণা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র আন্দোলন ঢাকা মহানগর সভাপতি হাফেজ আবদুর রহমানের সভাপতিত্বে ও মহানগর সহসভাপতি হাফেজ আতাউল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমির হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি।