ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেফতার ১৩
- নিজস্ব প্রতিবেদক
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
রাজধানীর ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। বুধবার রাতে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলো হাসিবুল হাসান, গোলাম মোরশেদ, মাহমুদুল হাসান শিমুল, আবু সালেহ হিরন, রুবেল হাওলাদার, আজিজুল ইসলাম, মাহফুজুর রহমান, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত, মো: ইব্রাহিম, জিহাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও শেখ শাহরিয়ার আহমেদ। তাদের কাছ থেকে পাঁচটি লোহার রড ও পাঁচটি বাঁশের লাঠি জব্দ করা হয়।
তালেবুর রহমান বলেন, বুধবার রাত সোয়া ১০টার দিকে গ্রেফতার ১৩ জনসহ অজ্ঞাত আরো চার-পাঁচজন ধানমন্ডির ১৩/এ নং রোডের একটি বাসায় অর্থ, অলঙ্কার, মূল্যবান জিনিসপত্র লুটপাটের উদ্দেশ্যে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। খবর পেয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে আশপাশের বাসার নিরাপত্তাকর্মী ও পথচারীদের সহযোগিতায় অভিযুক্তদের অবরুদ্ধ করে। পরে ধানমন্ডি থানা পুলিশের রাত্রিকালীন টহলরত একটি টিম ও সেনাবাহিনীর টহলরত একটি টিম গিয়ে তাদের গ্রেফতার করে।
বিল্ডিংয়ের ম্যানেজার আব্দুল মান্নানের অভিযোগের প্রেক্ষিতে রাতেই ধানমন্ডি থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা