৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সকাল-সন্ধ্যা ব্লকেড পালন শিক্ষার্থীদের

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ও আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঢাকার সায়েন্সল্যাব মোড় অবরোধ করে টানা দ্বিতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালন করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। টানা ছয় ঘণ্টা অবরোধ শেষে আগামী রোববার গণ অনশন কর্মসূচি পালনের ইঙ্গিত দিয়ে কর্মসূচি ঘোষণা করেন তারা।
গতকাল বেলা ১১টা থেকে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এতে ওই এলাকাসংলগ্ন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বহনকারী যানবাহন চলাচলে সহযোগিতা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সড়ক ত্যাগ করেন তারা।
বিক্ষোভকালীন অধিভুক্তি না মুক্তি, মুক্তি, মুক্তি; শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না; আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র; ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক; নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার; প্রশাসনের প্রহসন, মানি না মানব না ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে আগামী শনিবার পর্যন্ত প্রতিটি কলেজে বিভাগভিত্তিক অনলাইন আলোচনা সভা করবেন সাত কলেজের শিক্ষার্থীরা। আলোচনা সভার পর সে দিনই বেলা ৩টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামের সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণার করা হবে বলে জানান ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান। দাবি না মানলে আগামী রোববার থেকে গণ অনশনের কর্মসূচি পালন করা হতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের ঘোষণা চাচ্ছি না। আমরা চাই, একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ কমিশন। কমিশন হলেই তবে আমরা পড়ার টেবিলে ফিরব, অন্যথায় আমরা ফিরছি না। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং শনিবার বিকেলে পরবর্তী কর্মসূচি কী হবে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবো। শিক্ষার্থীদের অনেকেই বলছেন, তারা দাবি আদায়ে গণ অনশনে বসবেন তবে এ সিদ্ধান্ত চূড়ান্ত নয়।
শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার : শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবি বিবেচনার জন্য সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে, যা সাত সপ্তাহের মধ্যে দ্রুত একটি প্রতিবেদন তৈরি করবে। সমস্যাটির শুরু হয়েছে কয়েক বছর আগে ঢাকার সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার একটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের মাধ্যমে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের উভয়পক্ষেরই সমস্যা তৈরি হয়েছে। যে কারণে ওই সাত কলেজের শিক্ষার্থীদের নানা অসুবিধা ও বৈষম্যের শিকার হতে হয়েছে। সমস্যাগুলো জটিল এবং এগুলোর সুষ্ঠু সমাধান কী হতে পারে তা বিবেচনায় ন্যূনতম কিছু সময়ের প্রয়োজন।
শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ এতে শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের সমস্যাসঙ্কুল শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি একজন আজীবন শিক্ষক হিসেবে অবশ্যই ব্যক্তিগতভাবে আমার সব সহানুভূতি আছে; কিন্তু মনে রাখতে হবে রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, আন্দোলন ও আলটিমেটামের মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়ার কোনো নজির কোথাও নেই। এমতাবস্থায় শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement