৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

রাজধানীতে গণপিটুনিতে যুবক নিহত

-

রাজধানীর সবুজবাগের ভাইগদিয়া এলাকায় গণপিটুনিতে মো: রমজান আলী (৩৫) এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রমজান সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
সবুজবাগ থানার ওসি মো: ইয়াছিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রমজান নামে ওই সন্ত্রাসী গতকাল এলাকায় আসে। এ সময় স্থানীয়রা তাকে পেয়ে উত্তেজিত হয়ে মারধর করে। গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যার কারণ জানতে চাইলে ওসি ইয়াছিস বলেন, রমজানের বিরুদ্ধে আগেও অনেক মামলা ছিল। তার উৎপাতে এলাকার মানুষ আগে থেকেই অতিষ্ঠ ছিল। তার ওপর ক্ষোভ থেকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। রমজানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement