৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

সাভারে স্ট্যান্ডার্ড গ্রুপের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

-

সাভারে শ্রমিকদের আন্দোলনের মুখে গতকাল বুধবার স্ট্যান্ডার্ড গ্রুপের চারটি তৈরী পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সকালে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। শ্রমিকরা নোটিশ দেখে বাড়ি ফিরে যায়।
মালিকপক্ষ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর বিভিন্ন দাবিতে স্ট্যান্ডার্ড গ্রুপের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার সামস স্টাইলিং ওয়্যারস লিমিটেড, উলাইল এলাকার স্ট্যান্ডার্ড স্টিচ ও কলমা এলাকার কাজীপুর ফ্যাশনসহ চারটি তৈরি পোশাক কারখানায় কাজে যোগদান না করে কর্মবিরতি পালন করে আসছিল শ্রমিকরা।
কারখানার অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান নয়া দিগন্তকে জানান- শ্রমিকরা তিন দিন থেকে কারখানায় এলেও কোনো কাজ করে না। তাদের দাবিগুলো বেআইনি । এর পরও কিছু দাবি কোম্পানি মেনে নিয়েছে। সে জন্য কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্পশ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম সুজন জানান- এক/ দুইজন কর্মকর্তার জন্য প্রায় ১২ হাজার শ্রমিকের কর্মস্থল ফ্যাক্টরি বন্ধ করা যায় না। অন্যায়ের সাথে জড়িত কর্মকর্তাদের তদন্ত করে দোষী প্রমাণিত হলে পদত্যাগ দাবি করেন তিনি।


আরো সংবাদ



premium cement