৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

পল্লবীতে মাদক কারবারিদের গোলাগুলিতে নারী নিহত

-

রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় মাদক কারবারিদের দ্বন্দ্বের জেরে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তার নাম আয়েশা আক্তার (৩৫)। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মমিন নামের এক সন্ত্রাসী তার প্রতিপক্ষ মামুনকে গুলি চালিয়েছে। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদক কারবারির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লবীর বাউনিয়াবাঁধে এক সন্ত্রাসী তার প্রতিপক্ষ এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
এ দিকে ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ২০-৩০ জন মিলে এক ব্যক্তিকে মারধর করছিল। পাশাপাশি চাপাতি দিয়ে কোপাচ্ছিল। মারধরকারীদের মধ্যে দুই থেকে তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র এবং কয়েকজনের হাতে চাপাতিসহ ধারাল অস্ত্র ছিল।
এ সময় কয়েকজন নারীসহ স্থানীয় লোকজন মারধরের শিকার ব্যক্তিকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে ওই নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্লবী বাউনিয়াবাঁধ এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে বাসার সামনে থাকা এক নারীর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, মাদক কারবারিদের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। আরো কয়েকটি বিষয় সামনে নিয়ে নারীর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

 


আরো সংবাদ



premium cement