২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

বাংলাদেশীদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

-

বাংলাদেশীদের জন্য ই-ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। আগামী বছরের শুরুতে এ সেবা চালু করা হবে।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহাপরিচালক রাষ্ট্রদূত ওরাউট প্যাংপ্রাপেন্ট সম্প্রতি ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মোরশেদ কাজীর সাথে বৈঠকে এ কথা জানান।
ব্যাংককে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, ই-ভিসা পদ্ধতি চালু হলে বাংলাদেশী পাসপোর্টধারীরা ঘরে বসেই অনলাইনে থাই ভিসার জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের ৬৯টি দেশে ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই থাইল্যান্ড যেতে পারবেন। থাইল্যান্ডের অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্যও একই সুবিধা দেবে বাংলাদেশ। গত এপ্রিল ব্যাংককে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছিল, যা ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এ ছাড়া ২০১৮ সাল থেকেই কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই দুই দেশে যাতায়ত করতে পারছে।
থাইল্যান্ডে দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য রাষ্ট্রদূত প্যাংপ্রাপেন্ট বাংলাদেশী পাসপোর্টধারীদের ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসার (ডিটিভি) আবেদন করার পরামর্শ দিয়েছেন। ডিটিভিতে রোগীর সাথে একজন সহযোগীও পাঁচ বছর মেয়াদে ভিসা পেয়ে থাকে। ডিটিভি’র আওতায় থাইল্যান্ডে গেলে প্রতিবার টানা ছয়মাস থাকা যায়। এ ক্ষেত্রে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে থাই ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে হয় না।
প্যাংপ্রাপেন্ট অভিযোগ করেন, অনেক বাংলাদেশী ভিসা আবেদনের সাথে ভুয়া ও জাল কাগজ-পত্র জমা দিয়ে থাকেন। এতে ভিসা প্রক্রিয়া বিলম্বিত হয়। এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে থাই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আবেদনকারীকে কালো তালিকাভুক্ত করতে বাধ্য হবে।
তিনি এজেন্টদের মাধ্যমে ভিসা আবেদন করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, সাথে আছেন আগা সালমান ইউএস-বাংলার ফ্লাইটে মিলল ৭ কেজি স্বর্ণ কমলাপুরের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল : ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনারকে বিমানবন্দরে আটকে দিলো পুলিশ নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অবৈধ নয় : হাইকোর্ট সাংবিধানিক সঙ্কট সৃষ্টির পাঁয়তারা চলছে : সালাহউদ্দীন আহমেদ খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আটক ২ ছাত্রলীগের শামসুন্নাহার হলের ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেফতার গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শিবচরে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

সকল