২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

‘শিক্ষায় বৈষম্য দূর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব’

-

ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে গতকাল ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব উপাধ্যক্ষ মো: আবদুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মাদ সামছুল আলম, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের পরিচালক মো: শাহাব উদ্দিন আহমেদ, দুধমুখা দরবার শরিফের পীর সাহেব মাওলানা লোকমান হোসাইন। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো: শহীদুল হক। আমন্ত্রিত অতিথির রাখেন- মোকামিয়া দরবার শরিফের পীর সাহেব অধ্যক্ষ (অব:) মাওলানা শাহ মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী, অধ্যক্ষ মো: মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ মুফতি বদিউল আলম সরকার, অধ্যক্ষ মাওলানা মো: আবু হানিফ প্রমুখ।
প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মাদ সামছুল আলম বলেন- শিক্ষায় বৈষম্য দূর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তিনি সর্বস্তরে ইসলামী শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement