২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

বুয়েট শিক্ষক ড. জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে স্মারকলিপি

-

ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে স্বপদে পুনর্বহালের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ’ নামের শিক্ষার্থীদের একটি সংগঠন। গতকাল দুপুরে এ স্মারকলিপি প্রদান করে তারা। স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্মারকলিপি পাঠ করেন বুয়েট শিক্ষার্থী মীম ওয়ালীউল্লাহ।
তিনি বলেন, বেশ কয়েক দিন আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রদত্ত স্ট্যাটাস সবার দৃষ্টি আর্কষণ করে। যেখানে বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদী আমলে তার ওপর হওয়া বিভিন্ন অন্যায় ও বৈষম্যের কথা তুলে ধরেন তিনি। যার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও ভিকটিমের সাথে আমরা ‘বৈষম্যবিরোধী প্রকৌশল পরিষদ’ যোগাযোগ করে এর সত্যতা পাই। এ অবস্থায় বৈষম্যবিরোধী প্রকৌশল পরিষদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের ওপর ঘটে যাওয়া নির্যাতন, নিপীড়নমূলক আচরণ এবং বৈষম্যের ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।


আরো সংবাদ



premium cement