২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

রংপুরে সারজিস আলম জাপার লাঠি মিছিল

-

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, নেতৃত্ব পর্যায়ে গুটিকয়েক বিপথগামী অফিসারের কারণে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি। ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন, কোথাও কোনো সমাবেশ মিছিল করতে পারবে না তারা। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, আবু সাঈদের বাংলাদেশ বিনির্মাণে যারাই বাধা হবে, তাদের সাথে দেখা হবে রাজপথে। ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের চিরতরে নির্মূল করা হবে।
শনিবার (২৪ অক্টোবর) রংপুর সফরে এসে বিভিন্ন অনুষ্ঠানে তারা এমন কথা বলেন। সন্ধ্যায় রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রাষ্ট্র পুনর্গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে সারজিস আলম বলেন, যারা শেখ হাসিনা সরকারকে পার্লামেন্টে বৈধতা দিয়েছে। তারা প্রত্যেকে ওই ফ্যাসিস্টের দোসর। জাতীয় পার্টি যদি সংসদে আওয়ামী লীগকে বৈধতা না দিত তাহলে তারা ন্যূনতম কোনো বৈধতা পেত না। এ সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক, কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম বেরোবির সমন্বয়ক সামসুর রহমান সুমন বক্তব্য রাখেন।
জাতীয় পার্টির লাঠি মিছিল : রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের আগমনের প্রতিবাদে লাঠি মিছিল করেছে জাতীয় পার্টি (জাপা)।
শনিবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে বিক্ষোভটি বের হয়। এ সময় তারা সারজিস ও হাসনাতের দুই গালে জুতা মারো তালে তালে, হই হই রই রই হাসনাত সারজিস গেল কই, রংপুরের মাটি এরশাদের ঘাঁটিসহ বিভিন্ন স্লেøাগান দেন। মিছিলটি নগরীর পায়রা চত্বর প্রেস ক্লাব জীবন বিমার মোড়, গ্রান্ড হোটেল মোড় শাপলা চত্বর, থেকে ফিরে সুপার মার্কেট মোড় সিটি করপোরেশনের সামন জেলা পরিষদ হয়ে পায়রা চত্বরে এসে সমাবেশ করে।


আরো সংবাদ



premium cement