২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`
পিএসসি সচিব ওএসডি

বাধ্যতামূলক অবসরে সমাজকল্যাণ সচিব

-

সমাজকল্যাণ সচিব মো: ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসরের পাঠিয়েছে সরকার। এ ছাড়া, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো: আব্দুল্লাহ আলমাসুদ চৌধুরীকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, সমাজকল্যাণ সচিব মো: ইসমাইল হোসেনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানোর প্রয়োজন বলে বিবেচনা করে। এ অবস্থায় তাকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী চাকরি থেকে অবসর দেয়া হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও এতে উল্লেখ করা হয়।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, পিএসসি সচিব আব্দুল্লাহ আল মাসুদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো: সানোয়ার জাহান ভূঁইয়াকে সরকারি কর্ম কমিশনের সচিব করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement