২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর

-

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার। ওই দিন হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে। গতকাল সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণসংক্রান্ত সভা শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান। বৈঠকে বিমান ভাড়া নির্ধারণ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো কিছু বিষয় বিবেচনায় রয়েছে। তাই আমরা চূড়ান্তভাবে বলতে পারছি না। তিনি আরো জানান, বিমানের পক্ষ থেকে এবার বিমান ভাড়া এক লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে আমরা এ বিষয়ে আরো কাজ করছি এবং ভাড়া কমানোর চেষ্টা করছি। খালিদ হোসেন বলেন, হজ প্যাকেজে কত কমছে, সেটি এখনই বলা যাচ্ছে না। সৌদি আরব থেকে খরচের হিসাব এখনো আমাদের কাছে আসেনি। তিনি জানান, এবারো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফাই নাস হজযাত্রী পরিবহন করবে। হজ প্যাকেজ কেমন হবে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ: হামিদ জমাদ্দার বলেন, এবার আমরা ভালো প্যাকেজ দেবো। গতবারের চেয়ে খরচ কম হবে, ইনশা আল্লাহ। ২৬ সদস্যের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভাপতি হচ্ছেন ধর্ম উপদেষ্টা। এ কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। আগামী ৩০ অক্টোবর নির্বাহী কমিটির সভা বসবে, যেখানে হজ প্যাকেজ নির্ধারণের দায়িত্ব পালন করা হবে। আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনে পারবেন। আগামী ১৩ জানুয়ারি সৌদি সরকারের সাথে হজ চুক্তি হবে। গত হজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজের খরচ ধরা হয়েছিল পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। বিশেষ হজ প্যাকেজে হজ পালনে খরচ হয়েছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অন্য দিকে বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনের সর্বনিম্ন খরচ ছিল পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজের মাধ্যমে খরচ হয়েছিল ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, হজ প্যাকেজের মূল্য গত হজের চেয়ে কমানোর চেষ্টা করা হবে। হজ প্যাকেজ নির্ধারণে বাংলাদেশ অংশের খরচের মধ্যে বিমান ভাড়া সবচেয়ে বড় অংশ। গত বছর প্যাকেজে বিমান ভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এবার তা ২০ হাজার টাকার মতো কমিয়ে এক লাখ ৭৫ হাজার টাকার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ধর্ম মন্ত্রণালয় এই ভাড়া আরো কমানোর জন্য দরকষাকষি করছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছর হজের খরচ চলতি বছরের চেয়ে কমপক্ষে ৫০ হাজার টাকা কমিয়ে সোয়া পাঁচ লাখ টাকার (সাধারণ প্যাকেজ) মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
দ্বিতীয়বারের স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেয়া হবে না : মামুনুল হক দ্বিতীয়বারের স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেয়া হবে না : মামুনুল হক বিজিএমইএ প্রশাসকের কাজে যোগদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক মিয়ানমারের ২ নাগরিককে পুশব্যাক চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটক ৫ চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটক ৫ হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর সাবেক দুই মন্ত্রী মোজাম্মেল ও নাহিদের দুর্নীতির অনুসন্ধানে দুদক রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার মুখ্য সময় এখন : খেলাফত আন্দোলন

সকল