২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

স্বাস্থ্য অধিদফতরের নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বে ৩ ডাক্তার আহত

-

স্বাস্থ্য অধিদফতরে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ড্যাব ও জামায়াত সমর্থক চিকিৎসক সংগঠন এনডিএফের মধ্যে দ্বন্দ্বে গতকাল মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে আহত হয়েছেন তিনজন চিকিৎসক। এর মধ্যে একজন চিকিৎসকের পাঁজরের হাড় ভেঙে গেছে। চিকিৎসক আহত হওয়ায় এনডিএফ ড্যাবকে দায়ী করলেও ড্যাব বলেছে তারা দায়ী নন। গতকাল বেলা ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে এ ঘটনা ঘটে। তবে উভয় সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই স্বাস্থ্য অধিদফতরে আসেন। যে তিনজন চিকিৎসক আহত হয়েছেন তাদের সবাই এনডিএফের চিকিৎসক বলে জানিয়েছেন এনডিএফ নেতৃবৃন্দ। আহত চিকিৎসকের একজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারির রেসিডেন্ট চিকিৎসক ডা: ইমরান। লাথি দিয়ে তার বুকের পাঁজরের হাড় ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এনডিএফ থেকে।
এ ছাড়া ডা: ইমরান মাথা ও শরীরের অন্যান্য অঙ্গেও আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত অপর দুই চিকিৎসক হলেন, বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের আবাসিক চিকিৎসক ডা: মাহমুদ। আরেকজন আহত চিকিৎসক ডা: আরিফ কিন্তু তার সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি। তবে এনডিএফ তাদের চিকিৎসকদের হামলার ব্যাপারে ড্যাবের বহিরাগতদের দায়ী করেন। বহিরাগতরা রড, লাঠি নিয়ে হামলা চালায়।
ড্যাব নেতৃবন্দ বলেন, ‘তারা কিছুতেই বিগত আওয়ামী স্বৈরাচারের দোসর কোনো চিকিৎসককে স্বাস্থ্য অধিদফতরে মেনে নেবেন না। ডা: আবু হানিফ ও ডা: জয়নাল আবেদীন টিটো স্বাচিপের ডাক্তার বলে অভিযোগ করেছেন ড্যাব নেতৃবৃন্দ।’

এনডিএফ বলছে, ‘সরকার নিযুক্ত ডা: আবু হানিফ ও জয়নাল আবেদীন টিটো তাদের সমর্থক। তারা ছাত্রজীবনে শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন।’
গতকালকের ড্যাব ও এনডিএফ উভয় সংগঠনই নিজ নিজ দাবির পক্ষে স্বাস্থ্য অধিদফতরে অবস্থান নেন এবং মিছিল ও সমাবেশ করেন। ড্যাবের চিকিৎসকদের নেতৃত্ব দেন ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: জহিরুল ইসলাম শাকিল। মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন এনডিএফের স্বাস্থ্য অধিদফতর শাখার ফোকাল পার্সন ডা: আব্দুল কাদির নোমান। উভয় সংগঠনই নিজ নিজ দাবির পক্ষে অটল থাকে।
ড্যাব নেতা ডা: মো: ফারুক হোসেন বলেন, তারা সকালে এসে দেখেন স্বাস্থ্য অধিদফতরের সিড়িতে এনডিএফের চিকিৎসকরা অবস্থান নিয়েছেন। আগে থেকেই ড্যাব এই সিঁড়িতে অবস্থান করে আন্দোলন করে আসছে। তারা পরে পাশের ক্যান্সার হাসপাতালে গিয়ে জড়ো হতে থাকেন। এর মধ্যেই এনডিএফকে সিঁড়ি ছেড়ে দিতে মেসেজ পাঠানো হয়। কিন্তু এনডিএফ সিঁড়ি ছেড়ে দেয়নি বলে জানান ডা: মো: ফারুক হোসেন।
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পরে স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন ফ্লোরে বিক্ষোভ মিছিল করেন এনডিএফ ও বৈষম্যের শিকার চিকিৎসকরা। বহিরাগত দিয়ে চিকিৎসকের ওপর হামলার বিচার চান তারা। এনডিএফের চিকিৎসকরা বলেন, ‘তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ড্যাবের একটি অংশ স্বাস্থ্য অধিদফতরেই বহিরাগতদের নিয়ে হামলা চালায়। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আহবান জানায় এনডিএফ।’
ডা: আব্দুল কাদির নোমান বলেন, ‘ছাত্র-জনতা বৈষম্য দূর করতে যে আন্দোলন করেছেন, স্বৈরাচার দূর করেছেন, সেটি আজ নিজেদের কারণে ম্লান হয়ে যাচ্ছে। আমরা নিজেদের মধ্যে বিতর্কে জড়াচ্ছি, স্বৈরাচারের দোসররা হাসছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তারা কখনোই কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। সরকারি চাকরি করলে অনেক সময় বাধ্য হয় বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে। সেই ছবিগুলোই ড্যাব দেখাচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের ওপর কেন হামলা হলো? আমরা বিশ্বাস করি হামলাকারীরা কোনো চিকিৎসক নন। ড্যাবের একটা অংশ বহিরাগতদের ভাড়া করে এনে হামলা করেছেন। হামলার ভিডিও ফুটেজ আছে, অধিদফতরের সিসি ক্যামেরার ফুটেজ আছে। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে এনডিএফ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।’
এনডিএফের ডাক্তার আহত হওয়ার ঘটনায় ড্যাব নেতা ডা: মো: ফারুক হোসেন বলেন, ‘এনডিএফের কয়েকজন শুরুতে আমাদের লোকদের গায়ে হাত ওঠায়। এরপরই হাতাহাতির ঘটনা ঘটে। এতে কেউ সামান্য আঘাত পেয়ে থাকতে পারে। কাউকে মারধর করা হয়নি।’ তিনি বলেন, ‘কোনো হামলার ঘটনা ঘটেনি। বহিরাগতদের আনা তো দূরের কথা, উল্টো আমাদের পূর্বঘোষিত কর্মসূচির স্থান তারা দখল করেছে। এমনকি আমাদের টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেছে, তারপরও আমরা কিছু বলিনি। মহাপরিচালক আমাদের কর্মসূচি স্থগিত করার আহবান জানালে তারা কর্মসূচি স্থগিত করেছি কিন্তু এনডিএফ এখনো অধিদফতরে রয়ে গেছে।’ ডা: ফারুক হোসেন স্বচ্ছ ব্যক্তিদের প্রশাসনে নিয়োগ দেয়ার অনুরোধ করেন।


আরো সংবাদ



premium cement
সেই আহসান কিবরিয়া অবশেষে বদলি কর্মকর্তাদের উচ্ছ্বাস নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ ‘হেফাজত অরাজনৈতিক অবস্থান দৃঢ়তার সাথে বজায় রাখবে’ ঘূর্ণিঝড় ‘ডানা’ কবে-কোথায় আঘাত হানতে পারে? রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ওয়াশিংটন আবুধাবি ও মস্কোতে রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল জনসম্পৃক্ততায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি সম্ভব স্বাস্থ্য অধিদফতরের নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বে ৩ ডাক্তার আহত বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের রাস্তা দেখেন : হাসনাত আবদুল্লাহ ববিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

সকল