২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩০, ১৬ রবিউস সানি ১৪৪৬
`

চট্টগ্রামে ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদের সিএমপি কার্যালয় ঘেরাও

-

গত শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের জামালখানে আকস্মিক ঝটিকা মিছিল হয়েছে। তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছারি নাই এমন নানা স্লোগান দেন মিছিলকারীরা। রাতেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মিছিলকারীরা যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে ওই মিছিলের প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। বেলা ৩টার দিকে প্রথমে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে তারা দামপাড়ায় সিএমপি কার্যালয়ের সামনে গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করে। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা চট্টলার মাটিতে খুনি হাসিনার নামে স্লোগান দিয়েছে, তারাই ছাত্র-জনতা গণহত্যাকারী। রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই তারা চট্টগ্রামে মিছিল করার সাহস পায় কিভাবে? তারা খুনি, স্বৈরাচার হাসিনার নামে স্লোগান দেয়ার সাহস পায় কিভাবে ? এই গণহত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। না পারলে সিএমপি কমিশনারকে পদত্যাগ করে চলে যেতে হবে। প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচি দেবো।
নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘ভিডিও ফুটেজ ও ছবি পর্যালোচনা করে দেখা গেছে, মিছিলকারীরা ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় তারা সেটি প্রতিহত করার নামে হামলা-আক্রমণ, গোলাগুলি করেছিল। তাদের অনেকের বিরুদ্ধে এ-সংক্রান্ত মামলাও আছে। সর্বশেষ মিছিলের ঘটনায় আমরা মোট চারজনকে গ্রেফতার করেছি। এর মধ্যে তিনজন সরাসরি মিছিলে ছিল। তাদের আগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আরেকজনকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
আ’লীগ ১৪ দল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পুলিশের মূর্তিমান আতঙ্ক ধনঞ্জয়ের খোঁজ মিলছে না বিশ্বে স্বাস্থ্যসেবার বাইরে এখনো ৪৫০ কোটি মানুষ ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস বাতিলের মিছিলে পিটুনি যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো বন্দিমুক্তি নয় : হামাস ২৯৭ কোটি টাকার কাজ পাচ্ছে গত সরকারের আস্থাভাজন প্রতিষ্ঠান! তহবিল ব্যবস্থাপনায় কাহিল পুনর্গঠিত ব্যাংকের কর্মকর্তারা বিএসএমএমইউতে কম টাকায় কিডনি প্রতিস্থাপন বন্ধ শিগগিরই শুরুর আশ্বাস হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে জান্তা পতনে মিয়ানমারে মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক সাথে লড়ছে ইলেকশন কমিশন গঠনে দ্রুতই সার্চ কমিটি হবে : মাহফুজ

সকল