২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩০, ১৬ রবিউস সানি ১৪৪৬
`

রাজধানীর বিদ্যুৎ অফিসে চাঁদাবাজি, গ্রেফতার ২

-

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে ২০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। তারা হলেন, বিল্লাল হোসেন (৪০) ও রিপন মিয়া (৩৪)। গত শুক্রবার রাতে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গতকাল সন্ধ্যায় ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, চাঁদাবাজির ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর বাদি মোহাম্মদ আবু মুছার (৪৭) অভিযোগের পরিপ্রেক্ষিতে তেজগাঁও থানায় একটি মামলা হয়। অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ারের (আইডিপি) প্রকল্প পরিচালক পদে কর্মরত। তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়। পরে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে।
ডিসি আরো বলেন, মামলায় এজাহারভুক্ত তিনজনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎলাইন সংযোগ গ্রহণকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে খুন, জখমের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করেছে। তা সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা আইডিপির তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারের অফিসে এসে বিদ্যুৎলাইন চালানোর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা তাদের দাবিকৃত চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারীদের বড় ধরনের ক্ষতির হুমকি দেয়। এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামি বিল্লাল হোসেন ও রিপনকে গ্রেফতার করা হয়। এর আগে চাঁদাবাজির এই মামলায় গত ২৬ সেপ্টেম্বর কারওয়ান বাজার এলাকা থেকে মো: জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে গ্রেফতার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, চাঁদাবাজি ছাড়াও গ্রেফতার বিল্লালের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মাদক মামলা ও রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
আ’লীগ ১৪ দল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পুলিশের মূর্তিমান আতঙ্ক ধনঞ্জয়ের খোঁজ মিলছে না বিশ্বে স্বাস্থ্যসেবার বাইরে এখনো ৪৫০ কোটি মানুষ ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস বাতিলের মিছিলে পিটুনি যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো বন্দিমুক্তি নয় : হামাস ২৯৭ কোটি টাকার কাজ পাচ্ছে গত সরকারের আস্থাভাজন প্রতিষ্ঠান! তহবিল ব্যবস্থাপনায় কাহিল পুনর্গঠিত ব্যাংকের কর্মকর্তারা বিএসএমএমইউতে কম টাকায় কিডনি প্রতিস্থাপন বন্ধ শিগগিরই শুরুর আশ্বাস হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে জান্তা পতনে মিয়ানমারে মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক সাথে লড়ছে ইলেকশন কমিশন গঠনে দ্রুতই সার্চ কমিটি হবে : মাহফুজ

সকল