১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

চেয়ারম্যানসহ দুর্নীতিবাজদের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও

-

চেয়ারম্যানসহ দুর্নীতিবাজদের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করেছে একদল শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি থেকে এসএসসি পাসের পর কলেজে ভর্তিপ্রক্রিয়া শেষে পুনরায় ভর্তি নিশ্চিতায়ন বাতিলের আবেদনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এ প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিতায়ন বাতিলে দেশের অন্য কোনো শিক্ষা বোর্ডে ফিস বা টাকা নেয়া হয় না বলে একাধিক সূত্র জানিয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের অভিযোগ- পরীক্ষার খাতা না দেখে রেজাল্ট দিয়েছে চট্টগ্রাম বোর্ড। আন্দোলন চলাকালে সমন্বয়কদের ডেকে শিক্ষার্থীদের হেনস্তা করার অভিযোগও উঠেছে বোর্ড কর্মকর্তাদের বিরুদ্ধে।
রিয়াদ আশরাফ নামে একজন অভিযোগ করেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমের নির্দেশে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ভর্তিপ্রক্রিয়া নিশ্চিতায়ন বাতিলে টাকা আদায় করেছেন। এবার এক হাজার ৫৬৩ জন শিক্ষার্থীর কাছ থেকে ৫২৩ টাকা করে আদায় করা হয়েছে, যা অবৈধ। তার দাবি- দেশের অন্যকোনো শিক্ষা বোর্ডে এ খাতে টাকা নেয়া হয় না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম চলতি বছরে ভর্তিপ্রক্রিয়া নিশ্চিতায়ন বাতিলকরণে অবৈধভাবে প্রায় আট লাখ ১৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন।


আরো সংবাদ



premium cement