২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দীঘিনালায় এক জনকে গুলি করে হত্যা

-

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের পোমাং পাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। নিহত স্বর্ণ কুমার পেশায় একজন বাবুর্চি ছিলেন।
দীঘিনালা থানার ওসি মুহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। লাশটি পোমাংপাড়া রাস্তার ওপর থেকে উদ্বার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা।


আরো সংবাদ



premium cement