নয়া দিগন্তের ক্রীড়া প্রধানের মায়ের ইন্তেকাল
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:৫৯, আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০১:০১
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার স্পোর্টস ইনচার্জ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য রফিকুল হায়দার ফরহাদের আম্মা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে গতকাল ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নানা রোগে অসুস্থ থাকায় গত কিছুদিন ধরে অন্য একটি হাসাপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন। গত রোববার তাকে মুগদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে গতকাল তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার কমলনগরের মিজিবাড়িতে বাদ আসর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। সবার কাছে তার রূহের মাগফেরাত ও শান্তি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা