২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

দুই জেলায় ৩ জন নিহত

-

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নওগাঁর মান্দায় ট্রাক্টর চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন- মো: জুয়েল (২৯), অপরজন ইমন হোসেন (১৭)। গত রোববার গভীর রাতে নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন জুয়েল নামের প্রবাসী এ যুবক। তিনি গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে। ১৫ দিন আগে তিনি মধ্যপ্রাচ্যের সারজাহ থেকে ছুটিতে বাড়িতে আসেন। আগামী ১৯ অক্টোবর তিনি পুনরায় তার কর্মস্থল মধ্যপ্রাচ্যের সারজায় চলে যাওয়ার কথা থাকলেও তার আর প্রবাস যাওয়া হলো না। পাঁচ ভাইয়ের মধ্যে জুয়েল সবার ছোট।
অপর দিকে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়ক হাটহাজারী মির্জাপুরের বুড়িপুকুরপাড় এলাকায় সিএনজি অটোরিকশার সাথে ফটিকছড়িগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ইমনের মৃত্যু হয়। তিনি রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় সিএনজিচালক মিরাজ (২৫), যাত্রী মিনহাজ (১৮), রায়হানসহ (১৯) অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
মান্দা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মান্দায় স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় মেছের আলী মণ্ডল (৫৫) নামে চার্জার ভ্যানের এক চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে মান্দা উপজেলার সুতিরহাট-পানিশাইল সড়কের মহানগর কলেজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মকবুল হোসেন মণ্ডলের ছেলে।
নিহত মেছের মণ্ডলের ছেলে সোহেল রানা শুভ মণ্ডল জানান, সকালে তার বাবা মেছের আলী নিজস্ব চার্জার ভ্যানে মা রুবি বেগমকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। বালুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখানোর পর ওষুধ নিয়ে তারা বাড়ি ফিরছিলেন।

 


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের রাখাইনে জান্তার আঞ্চলিক সামরিক কমান্ড বিদ্রোহীদের দখলে শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত : দুলু এখনো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা, কমিশন কী বলছে আদানি গ্রুপ চুক্তি লঙ্ঘন করেছে, তাদেরকে বাদ দেয়া হবে কিনা কমিটি হয়েছে : ফাওজুল কবির বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ১ নম্বর সংকেত বাঁশের সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে ইসরাইলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গণপরিবহন বন্ধের ঘোষণা

সকল