৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ শুরু হচ্ছে ‘কৃষিপণ্য ওএমএস কর্মসূচি’

রাজধানীর ২০ পয়েন্টে বিক্রি
-

ঊর্ধ্বমুখী দেশের দ্রব্যমূল্যের বাজার। সবকিছুর দাম হু হু করে বেড়েই চলছে। বাজার সহনীয় করতে এবার কৃষি মন্ত্রণালয় চালু করছে ‘কৃষিপণ্য ওএমএস কর্মসূচি’। রাজধানীর ২০টি স্থানে কৃষি বিপণন অধিদফতরের ব্যবস্থাপনায় আলু, পেঁয়াজ ও ডিম খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। আজ সকালে খাদ্য অধিদফতরের সামনে বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মাসুদ করিম জানান, সরাসরি কৃষকের কাছ থেকে এসব পণ্য কিনে ভোক্তার কাছে বিক্রি করা হবে। এর মধ্যে ডিম ১৩০ টাকা ডজন, আলু ৩০ টাকা কেজি এবং পেঁয়াজ ৭০ টাকা কেজিতে বিক্রি করা হবে।
রাজধানীর নির্ধারিত ২০টি পয়েন্ট হলো- সচিবালয়ের পাশে খাদ্য ভবনের সামনে, মানিক মিয়া এভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়েরবাজার, রাজার বাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণখান, কামরাঙ্গীচর, রামপুরা ও ঝিগাতলা।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানিয়েছেন, বৃষ্টি, বন্যা ও খরার কারণে বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। সেটা আমলে নিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য সাময়িক কিছু কৃষিপণ্য ওএমএসে ২০ পয়েন্টে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা মঙ্গলবার থেকে প্রাথমিকভাবে দুই সপ্তাহ চালু রাখার জন্য চেষ্টা করছি। জানা গেছে, গত রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টাদের মধ্যে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ে ব্যাপক সমালোচনা ও উদ্বেগের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ডিম ও বিভিন্ন সবজির দাম বেড়েছে। তাই সরকার আরো ডিম আমদানি এবং বিভিন্ন নিত্যপণ্যের শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বাজার মনিটরিং টাস্কফোর্সকে কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ ছাড়া তিনি নিত্যপণ্য আমদানিকারকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য বাণিজ্য উপদেষ্টাকে নির্দেশ দেন।

 


আরো সংবাদ



premium cement