২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার চেয়ারম্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন

-

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ট্রাইব্যুনালে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: মোহিতুল হক এনাম চৌধুরী।
আইন উপদেষ্টা বলেন, আমরা সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দু’জন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করেছি। এ আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। সদস্য হিসেবে হাইকোর্টের আরেকজন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী রয়েছেন।

 

 


আরো সংবাদ



premium cement