১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

ফাহাদ চতুর্থ

-

হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত ফার্স্ট সাটার-ডে গ্র্যান্ড মাস্টারস দাবায় চতুর্থ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানার-আপের জন্য টাই করে টাইব্রেকিংয়ে চতুর্থ স্থান পান তিনি। ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন। আন্তর্জাতিক মাস্টারস দাবায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় সাড়ে ৪ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছেন। অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৯ খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছেন। শনিবার নবম বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। নবম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টারস ইভেন্টে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টারস দাবার নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের প্রিয়ানস দাসের সাথে ড্র করেন। রেটিং দাবার নবম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হাঙ্গেরির আন্তর্জাতিক মাস্টপার সালানসি এমিলকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টারস দাবায় বেলেরুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ আন্দ্রেই ৬ পয়েন্ট পেয়েন্ট চ্যাম্পিয়ন হন। আন্তর্জাতিক মাস্টারস দাবায় ভারতের আন্তর্জাতিক মাস্টার সি জি আর কৃষ্ণান চ্যাম্পিয়ন হন এবং রেটিং দাবায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোকি এরিখ সাড়ে ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন।


আরো সংবাদ



premium cement