১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

’৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির কোনো ম্যান্ডেট ছিল না : ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

-

ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুল হান্নান আল হাদী গতকাল এক বিবৃতিতে বলেছেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবারের বক্তব্য হিসেবে যে বক্তব্য পত্রিকায় ছাপা হয়েছে ওই কমিটির সদস্যরা সবাই ১৯৭০ সালের পাকিস্তানের এমএনএ ও এমপিএদের মাধ্যমে গঠিত হয়েছিল। যারা সবাই তৎকালীন এলএফওর মাধ্যমে পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিলেন, তাদের বাংলাদেশের সংবিধান রচনার কোনো ম্যান্ডেট ছিল না। তা ছাড়া বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ইসলামের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। (এ ব্যাপারে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২২ দফা চুক্তি ও ঘোষণ দ্রষ্টব্য)। মানবিক মর্যাদার মধ্যে মানুষের পরামর্শ বা গণতন্ত্রের কথাও আসে। কাজেই ১৯৭২ সালের ৪ নভেম্বর তথাকথিত গণপরিষদে যে সংবিধান গৃহীত হয় তা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। তাই অন্তর্র্বর্তী সরকারের কাছে অনুরোধ অবিলম্বে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের নির্বাচন দিন এবং নির্বাচিত গণপরিষদের মাধ্যমে সংবিধান গ্রহণ করুন। জাতীয় আদর্শ ও উদ্দেশ্য এতে সন্নিবেশিত করুন। জাতির জন্য এটাই কল্যাণকর এবং এটা জাতির দাবি। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement