১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

-

ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরের দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাজমুল হোসেন মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি গ্রামের হিরা মিয়ার ছেলে। মমেক হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা: মহিউদ্দিন খান মুন জানান, নাজমুল হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। তিনি ফুসফুসের ইনফেকশন ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগছিলেন। ডা: মহিউদ্দিন আরো জানান, ২৪ ঘণ্টায় মমেক ১৮ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২৮ জন। এর মধ্যে পুরুষ ২১ জন, মহিলা তিনজন ও শিশু চারজন। গত মাসের প্রথম সপ্তাহ থেকেই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকে। ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেখানে ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement