১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

-

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে এসেছে ডলফিনসদৃশ প্রাণী। মৃত অবস্থায় ভেসে আসা ডলফিনটি পোর্পোইস প্রজতির। এটি দেখতে অনেকটা ইরাবতী ডলফিনের মতো। এর বৈজ্ঞানিক নাম ইন্দো প্যাসিফিক ফিনলেস পোর্পোইস। মৃত ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ।
গত রোববার বিকেলে টেকনাফের হলবনিয়া সৈকতে পোর্পোইসটি ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মৃত পোর্পোইসটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এই বিজ্ঞানী আরো জানান, ফিনলেস পোর্পোইস একটি ছোট জলজ স্তন্যপায়ী প্রাণী এবং দেখতে অনেকটা ইরাবতী ডলফিনের মতো কিন্তু এদের পৃষ্ঠীয় পাখনা থাকেনা। এরা ৫-৬ ফিট লম্বা হয়। এদের মজবুত শরীর টেপা ফুকের মতো এবং মাথা অনেকটা গোলাকার। এই প্রাণীটি অগভীর জল, জলাভূমি এবং মোহনা পছন্দ করে। এদেরকে সাধারণত এশিয়ার ইয়াংজি নদীতে, পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে পাওয়া যায়। প্রায়ই এদেরকে বাংলাদেশ, ভারত, চায়না, ইন্দোনেশিয়া, জাপান এবং কোরিয়ায় দেখা যায়।
সামুদ্রিক প্রাণীর জন্য প্রধান হুমকি মাছ ধরার জালে আটকে পড়া, নৌকার সাথে সংঘর্ষ শব্দ ও জলদূষণ, বাঁধ, পোতাশ্রয় এবং অন্যান্য নির্মাণ কাঠামো। এসবের মধ্যে কোনো একটা কারণে এটির মৃত্যু হতে পারে বলেও জানান তরিকুল ইসলাম।


আরো সংবাদ



premium cement